দিনাজপুরের খানসামায় বিশালাকারের ঈগল পাখি দেখতে হাজার হাজার মানুষ ভীড় জমাচ্ছে। ঈগলটি হঠাৎ অসুস্থ হয়ে একটি পুকুরে পড়ে গেলে জনৈক সিরাজুল ইসলাম তা উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুরে পড়ে থাকা বিশাল এক ঈগল পাখি হঠাৎ দেখতে পায় মানুষ। অসুস্থ থাকায় পাখিটি উড়তে পারছে না।

পাখিটি সাথে সাথে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সিরাজুল ইসলাম। আর তারপর থেকেই বিশাল এই পাখিটিকে দেখতে ভিড় করছেন মানুষ।

প্রায় ১৫ কেজি ওজনের তিন ফুট উঁচু পাখিটির আট ফুট করে লম্বা দুটি ডানা রয়েছে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ পাখিটি উড়তে না পারায় নিস্তেজ হয়ে পড়েছে।

বুধবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলায় অসুস্থ ঈগল পাখিটি ধরা পড়েছে। পাখিটিকে বর্তমানে উপজেলার ভেড়ভেড়ী গ্রামের কচিরপাড়ার আকতারুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে।

আকতারুল ইসলাম জানান, পাখিটিকে মাছ, পানি ও পাউরুটি খাওয়ানো হচ্ছে।

বর্তমানে পাখিটি আগের চেয়ে অনেকটা সুস্থ। পাখিটিকে বেঁধে রাখা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ বলেন, অসুস্থ ঈগল পাখিটির চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পাখিটি উদ্ধারের দায়িত্ব বন বিভাগের।

 


Comments