বেশ কিছুদিন ধরেই ঢাকার বিভিন্ন স্থানে ‘সুবোধ’ সিরিজের বেশকিছু গ্রাফিতি আঁকা হয়েছে, যা বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

এবার প্রায় একই ধরনের গ্রাফিতি পাওয়া গেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তিনিকেতনে।

শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রতন পল্লির একটি ভবনের দেয়ালে আঁকা সেই গ্রাফিতি আজ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তা তুলে ধরেছেন একজন কার্টুনিস্ট।

বাংলাদেশি সেই কার্টুনিস্ট গ্রাফিতির দুটি ছবিও পোস্ট করেছেন।

ছবিতে দেখা গেছে, ‘সুবোধ তুই তৈরী হ’ লেখা। ছবিতে তার সঙ্গে কোনো খাঁচা ছিল না। তবে একটি উন্মুক্ত সূর্য তার বুকের মাঝামাঝি আঁকা হয়েছে।

 এছাড়া ঢাকার সুবোধ গ্রাফিতি স্টেনসিল ও স্প্রে পেইন্ট ব্যবহার করে আঁকা হলেও বিশ্বভারতীরটি কোনো স্টেনসিল আর্ট নয় বলে জানিয়েছেন সেই কার্টুনিস্ট।

উল্লেখ্য, ঢাকার সুবোধ সিরিজের গ্রাফিতি প্রথম দেখা যায় আগারগাঁওতে।

তাতে ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই, সুবোধ তুই পালিয়ে যা- এখন সময় পক্ষে না, সুবোধ তুই পালিয়ে যা ভুলেও ফিরে আসিস না! সুবোধ, কবে হবে ভোর?...’ ইত্যাদি রহস্যজনক কিছু বক্তব্য তুলে ধরা হয়।

এরপর রাজধানীর আগারগাঁও, মহাখালী ও পুরাতন বিমানবন্দরের দেয়ালে দেয়ালে ‘সুবোধ’ সিরিজের বেশকিছু গ্রাফিতি আঁকা হয়েছে।

তবে কারা কী উদ্দেশ্যে এই প্রচারণা চালাচ্ছে সেটা এখনও নিশ্চিত হতে পারেননি কেউই।

এমনকি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অনুসন্ধান চালাচ্ছে এ সিরিজের পেছনের ব্যক্তি বা ব্যক্তিদের।

 


Comments