ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে টিটু রায়কে আটক করেছে পুলিশ।

নীলফামারীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

আটক টিটু রংপুরের পাগলাপীর শলেয়া শাহ এলাকার মৃত খগেন চন্দ্র রায়ের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক।

তিনি বলেন, ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটূক্তিমূলক ‘ফেসবুকে’ একটি পোস্ট দেয়া কেন্দ্র করে কয়েক দিনের উত্তেজনার চলে।

গত শুক্রবার রংপুরের পাগলাপীর এলাকায় মুসল্লিদের সড়ক অবরোধ ও বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হন।

এ সময় বিক্ষোভকারীরা হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করেন।

স্থানীয়রা ওই ফেসবুকের স্ট্যাটাসের জন্য টিটু রায়কে দায়ী করলেও ভিন্ন রকম দাবিও করছেন অনেকে।

টিটু রায়কে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত দোষী সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন ডিআইজি ফারুক।

এদিকে হামলা ও আগুন দেয়ার ছয় মামলায় মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩০ জন।

ঘটনাস্থল পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 


Comments