মানারাত শিক্ষার্থী নাসিম হত্যায় আসিফের ৩ দিনের রিমান্ড

ঢাকার বাড্ডায় বিপিএল খেলা ঘিরে চলা জুয়ার আসরে বাধা দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ এমাজউদ্দিনকে (২৪) হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসিফ শিকদারের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান।

ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য যে, গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিস গলিতে নিজ বাসার সামনে নাসিমের গলায় ও কোমড়ে তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


Comments