সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি হারলিন মান নামের ভারতীয় এক নারী পুলিশ অফিসারের ছবি ভাইরাল হয়েছে।
যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইতিমধ্যে অনেক পুরুষ তার হাতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ইচ্ছা পোষণ করছেন।
তবে ওই নারীর পুলিশ অফিসারের পোশাক পরিহিত ছবি ভাইরাল হলেও আদৌও তিনি পুলিশ বাহিনীর সদস্যও নন।
ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, ওই নারী নাম কাইনাত অরোরা। তিনি একজন বলিউড অভিনেত্রী। তবে বলিউডে যেভাবে সাফল্য না পাওয়ায় এখনও পাঞ্চাবের ছবিতে অভিনয় করছেন কাইনাত অরোরা।
অভিনয় করেছেন ‘গ্র্যান্ড মস্তি’, ‘খাট্টা মিঠা’ ছবিতে। এখন পাঞ্জাবি ‘জগ্গা জিউনদে’ ছবিতে এক নারী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।
আর সেই ছবির শ্যুটিং-এর সময়ে তোলা ছবিই ভাইরাল হয়ে গেছে।
তারপর সুন্দরী পুলিশ অফিসারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার হাতে গ্রেফতার হওয়ার ইচ্ছা পোষণ করেছেন অনেক নেটিজেন।
অবশ্য বিতর্ক এড়াতে শেষ পর্যন্ত নিজের পরিচয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন কাইনাত অরোরা।
নিজের ইন্সটাগ্রামে তিনি জানিয়েছেন, তিনি আদৌ পুলিশ অফিসার নন। এমনকি হারলিন মান তাঁর নাম নয়। ওটা তাঁর আগামী ছবির চরিত্রের নাম।