ভারতের হায়দরাবাদের পুলিশ ভিখারিদের উচ্ছেদ করতে গিয়ে চমকে গেছে।

মুখের উপর তড়বড় করে ইংরেজিতে জবাব দেন বছর পঞ্চাশের ভিখারি ফারজানা।

ইংরেজিতেই ঝগড়া শুরু করে দেন তিনি। ওই ভিখারির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে হায়দরাবাদে। তাঁর ছেলে আর্কিটেক্টের কাজ করেন আমেরিকায়।

ফারজানা নিজেও এমবিএ, একসময় লন্ডনে কর্মরত ছিলেন তিনি।


ভিখারি রাবিয়া বসীরা একজন গ্রিন কার্ড হোল্ডার।

শহরে তাঁর সম্পত্তিও রয়েছে। তবে কিছু আত্মীয় তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় পথে নামতে হয় তাঁকে।

স্পষ্ট ইংরেজিতে তিনি তাঁর নিজের গল্প বলেন। পুলিশের হাতে ধরা পড়ার খবর পেয়ে আত্মীয়রা জানিয়েছে তারা রাবিয়ার দায়িত্ব নেবে।

সূত্র : কলকাতা২৪x৭

 


Comments