গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিত্সার জন্য জরুরি ভিত্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়।

ভারত-বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারি অ্যাম্বুলেন্স সেবা পাওয়াটা রোগী এবং তার আত্মীয়দের কাছে বেশ দুরূহ ব্যাপার।

বিশেষ করে গরীব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স পাওয়াটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য থাকে না গরীব রোগীদের।

সেই সব গরীব রোগীদের জন্য হাত বাড়িয়ে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন ভারতের কর্নাটকের এক অটোরিকশা চালক মঞ্জুনাথ নিনগাপ্পা পুজারী।

প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ভাড়ায় ট্যাক্সি চালান মঞ্জুনাথ। কিন্তু কারো জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হলে বিনা পয়সায় হাসপাতালে পৌঁছে দেন।

এই মহতী উদ্যোগ সম্পর্কে মঞ্জুনাথ বলেন, বিপদে পড়া রোগীদের হাসপাতালে পৌঁছে দিয়ে স্বর্গীয় আনন্দ অনুভব করি।

সাধারণত এই সেবার জন্য কারো কাছে পয়সা চাই না, কেউ খুশি হয়ে দিলে গ্রহণ করি। দিনের বেলায় অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।

নিজের বেতনের একটা অংশ প্রতি মাসে একটি দাতব্য সংস্থাতে দান করেন তিনি। এনডিটিভি।

 


Comments