এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান সৃজনশীল নমুনা প্রশ্ন
সময়ঃ ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমানঃ ৫০
যে কোন ৫টি প্রশ্নেরউত্তর দাওঃ ৫x১০=৫০
১। অনিক জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজের ল্যাবে10cm ফোকাস দূরত্বের একটি দর্পন একটি নির্দিষ্ট দূরত্বে একটি মোমবাতি স্থাপন করে একটি প্রতিবিম্ব গঠন করলো যা মোমবাতির আকারের4 গুণ হলো।
ক) প্রতিবিম্ব কাকে বলে? ১
খ) কোন বস্তুর বিবর্ধন1.5 বলতে কি বুঝ? ২
গ) মোম বাতিটি কত দূরে রাখা হয়েছিল। ৩
ঘ) মোমবাতিটি কি ধরণের প্রতিবিম্ব গঠন করবে বলে তুমি মনে কর,তা চিত্রসহ ব্যাখ্যা কর। ৪
২।15 cm ফোকাস দূরত্বের একটি অবতল দর্পনের সামনে 30cm দূরে একটি কলম রাখা হলো। ফলে এটি প্রধান অক্ষের উপর একটি প্রতিবিম্ব উত্পন্ন করলো।
ক) ব্যাপ্ত প্রতিফলন কি? ১
খ) ব্যাপ্ত প্রতিফলনের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখি-ব্যাখ্যা কর। ২
গ) দেখাও যে, প্রতিবিম্বের থাকার বস্তুর আকারের অর্ধেক। ৩
ঘ)চিত্রসহ দেখাও যে, দর্পনটি বাস্তব ও অবাস্তব উভয় প্রতিবিম্ব গঠন করতে পারে। ৪
৩।করিম পরীক্ষাগারে O0c তাপমাত্রায় একটি বস্তুর আয়তন 3´10–6m3 করলেন আবার তিনি বস্তুটিকে100°C তাপমাত্রায় এর আয়তন O.021×10–6m3 বৃদ্ধি করলেন। এতে বস্তুটির সফল পরিবর্তন ঘটলো।
ক)পুনঃশিলী ভবন কি? ১
খ) বায়ুবীয় পদার্থের আয়তন চাপের উপর নির্ভরশীল কেন? ২
গ )বস্তুটির আয়তন প্রসারণসহ বের কর। ৩
ঘ) বস্তুটির দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারনে সহগ নির্ণয় করে দেখাও যে,
b = z µ এবং y =3µ ৪
৪।গ্লিসারিণের তাপমাত্রা O0c এবং এ তাপমাত্রায় এর আয়তন 200m3। গ্লিসারিনের তাপমাত্রা 300c বাড়ানো হলো। গ্লিসারিনের প্রকৃত প্রসারণ সহগ= 53´10-5k-1।
কাচের আদাত প্রসারণ সহগ = 14.66×10–5k–1
ক) বাষ্পীভবন কাকে বলে? ১
খ) শীতের দেশে পানির পাইপ ফেটে যায় কেন? ২
গ) গ্লিসারিণের প্রসারণ বের কর। ৩
ঘ) গ্লিসারিণের স্থলে কাঁচ দিলে কি ধরণের প্রসারণ ঘটতো? এর গাণিতিক ব্যাখ্যা দাও।৪
৫। একটি গীটারের তারের কম্পাঙ্ক 300Hz। এটি3 সেকেন্ডে1020m দূরত্ব অতিক্রম করে। আবার 680KHz রেডিও তরঙ্গ ঐ স্থান থেকে পাঠানো হলো। রেডিও তরঙ্গের বেগ3×108ms-1
ক) তরঙ্গ কি? ১
খ)শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ- ব্যাখ্যা কর। ২
গ)গীটারের তরঙ্গ দৈর্ঘ্য বের কর। ৩
ঘ) উদ্দীপকে সাধারণ তরঙ্গ দৈর্ঘ্য ও রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য থাকবে কি? গাণিতিকি যুক্তি দেখাও। ৪
৬। মুনীম একটি কুপের ভেতর একটি পাথর নিড়্গেপ করে0.2 সেকেন্ড পরে শব্দ শুনতে পেল। কুপের চারি পার্শ্বের তাপমাত্রা 200c
ক) শব্দের তীব্রতা কাকে বলে? ১
খ) শব্দ দূষণ বলতে কি বুঝ? ২
গ) কুপের গভীরতা কত ছিল? ৩
ঘ) মুনীম যদি 0.02 সেকেন্ডে পাথরটির শব্দ শুনতে পেত, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পেতকিনা- তোমার উত্তরের পক্ষে গাণিতকি যুক্তি দেখাও। ৪
৭। একটি ছাদে মিনি 10kg ভরের একটি বলকে10m উচ্চতায় উঠালো। আবার সে ঐ বলকে3m উচ্চতায় জানালার পার্শ্বে নামালো।
ক) শক্তির সংরক্ষণশীলতা নীতিটি লিখ? ১
খ) একটি টেবিলের সাপেক্ষে কোন বস্তুর বিভব শক্তি 25J বলতে কি বুঝ? ২
গ)10m উচ্চতায় বস্তুটির বিভব শক্তি কত? ৩
ঘ) উদ্দীপকটি শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কিনা, তা ব্যাখ্যা কর। ৪
৮। 3m উচ্চতার ২টি পাত্র নেওয়া হলো একটি পাত্রে পানি উপর পাত্রে কেরোসিন নেওয়া হলো। উভয় পরীক্ষা পৃথিবী পৃষ্ঠে করা হলো।
ক)চাপ কাকে বলে? ১
খ) রূপার ঘনত্ব 10500kgm-3 বলতে কী বুঝ? ২
গ)পানির পাত্রের চাপ নির্ণয় কর। ৩
ঘ)পাত্র দুটিতে চাপ ভিন্ন হবে—এর গাণিতিক ব্যাখ্যা দাও।