১৬। আমি সমিতিতে সেদিন পাঁচ টাকা নগদ দিয়েছিলাম- বাক্যটি কোন কালের উদাহরণ?
ক) ঘটমান অতীত খ) পুরাঘটিত অতীত
গ) পুরাঘটিত বর্তমান ঘ) সাধারণ অতীত
১৭। আমার বন্ধু বইটা ছেপেছে- রেখাঙ্কিত শব্দটি কোন ধাতু দ্বারা গঠিত হয়েছে?
ক) নাম ধাতু খ) সমধাতুজ
গ) দ্বিকর্মক ঘ) মিশ্র ধাতু
১৮। নিচের কোন বাক্যটি প্রকরণের দিক থেকে ভিন্ন?
ক) আর কি বাজবে বাঁশি
খ) কত না হারানো স্মৃতি জাগে আজো মনে
গ) হায়রে ভাগ্য, হায়রে লজ্জা
ঘ) যত গর্জে তত বর্ষে না
১৯। গঠনগত দিক থেকে ‘জলধি’ কোন প্রকারের শব্দ?
ক) যৌগিক খ) রূঢ়ি
গ) যোগরূঢ় ঘ) মৌলিক
২০। নিচের কোন শব্দে অর্থহীনভাবে ‘উড়’ প্রত্যয় যোগ হয়েছে?
ক) বেজুড় খ) লেজুড় গ) হাতজোড়া ঘ) জোড়
২১। কোন কোন ক্ষেত্রে কৃত্ প্রত্যয় যোগ করলে কৃত্ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়-এ পরিবর্তনকে কী বলে?
ক) ইত্ খ) উপধা গ) গুণ-বৃদ্ধি ঘ) প্রাতিপাদিক
২২। ‘অনুশোচনা’ শব্দের অনু উপসর্গ কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক) পশ্চাত্ খ) সাদৃশ্য গ) সঙ্গে ঘ) বিশেষ
২৩। তত্পুরুষ সমাস কত প্রকার?
ক) পাঁচ প্রকার খ) ছয় প্রকার
গ) আট প্রকার ঘ) নয় প্রকার
২৪। নিচের কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ?
ক) দুষপ্রাপ্য খ) উত্থান গ) ভাস্কর ঘ) পরিষ্কার
২৫। নিচের কোনটি ভিন্ন?
ক) ভীষণ খ) অণু গ) কৃপণ ঘ) ব্রাহ্মণ
২৬। শরীর থেকে শরীল কীসের উদাহরণ?
ক) ধ্বনি বিপর্যয় খ) সমীভবন
গ) স্বরসঙ্গতি ঘ) বিষমীভবন
২৭। একাক্ষর সর্বনাম পদের ‘এ’র উচ্চারণ কেমন হয়?
ক) বিবৃত খ) সংবৃত গ) দীর্ঘ ঘ) সংক্ষিপ্ত
২৮। ব্যাকরণ শব্দের ব্যুত্পত্তিগত অর্থ কী?
ক) বিশেষভাবে সংরক্ষণ খ) বিশেষভাবে আলোচনা
গ) বিশেষভাবে বিশ্লেষণ ঘ) বিশেষভাবে সংশ্লেষণ
২৯। নিচের কোন শব্দটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ?
ক) চামার খ) চন্দ্র গ) খোকা ঘ) ফেরেস্তা
৩০। ‘নামিল নভে বাদল ছল ছল বেদনায়’- কোন পদযোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) ক্রিয়া ঘ) ক্রিয়া বিশেষণ
উত্তর: ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.গ
২০.খ ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.গ
২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.গ
২৯.গ ৩০.খ