১) X ২য় পর্যায়ের একটি মৌল যার অক্সাইড বায়ুমণ্ডলের ক্ষতিসাধন করে। যার ৩টি আইসোটোপ আছে। প্রাচুর্যতার দিক থেকে এদের পরিমাণ যথাক্রমে ৯০%,৮%, ২%।
ক) আইসোটোপ কাকে বলে।
খ) NH4Cl একটি উদ্বায়ী পদার্থ কেন?
গ) উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমানবিক ভর কত?
ঘ) উদ্দীপকের মৌলটির অক্সাইড গুলির কোনটির ব্যাপনের হার বেশী এবং পরিবেশদূষক-এর ব্যাখ্যা দাও।
২) 42X, 19Y ,29Z
ক) আপেক্ষিক পারমানবিক ভর কাকে বলে?
খ) d10s1 ও d5s1ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌল অধিকতর স্থায়ী হয় কেন?
গ) X,Y,Z মৌলগুলির ইলেকট্রন বিন্যাস কর।
ঘ) X,Y ,Z মধ্যে কোনগুলি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস . তার ব্যাখ্যা দাও।
৩) কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন সম্বলিত যৌগে 40% C এবং 6.67% H আছে। যৌগটির আণবিক ভর ১৮০।
(ক) Stoichiometry কাকে বলে?
(খ) H2SO4 এর ১ টি অণুর ভর কত?
(গ) যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর।
(ঘ) যৌগটি এক প্রকার পোলার না অপোলার যৌগ-ব্যাখ্যা কর।
৪) 60g CaCO3কে তাপ দিলে 30g CaOপাওয়া যায়।
ক) মোল কি?
খ) জিপসামে পানির শতকরা অনুপাত কত?
গ) CaO শতকরা পরিমাণ নির্ণয় কর?
ঘ) বিক্রিয়ককে বাতাসে পোড়ালে কতটুকু CO2পাওয়া যাবে?
৫).1M ঘনমাত্রার 400ml NaOH দ্রবণ করতে বলা হলো।
ক) নরমালিটি কাকে বলে?
খ) 10g NaOH পরমাণুর সংখ্যা কত?
গ) NaOH দ্রবণ তৈরিতে কত দ্রব প্রয়োজন।
ঘ) NaOH এর পরিবর্তে NaCl দ্রবণ তৈরিতে কি পরিমাণ দ্রব লাগবে?
৬) 10g CaCO3 ও MgCO3 বাতাসে পোড়ানো হলো।
ক) এ্যানলার কি?
খ)10% Na2CO3 ঘনমাত্রা কত?
গ) উদ্দীপক থেকে কি পরিমাণ ধাতব অক্সাইড পাওয়া যাবে?
ঘ) উদ্দীপকের বিক্রিয়ক গুলির কোনটি পরিবেশ বান্ধব ুবৈজ্ঞানিক যুক্তি দেখাও ।
৭) 19X 8 Y 13 Z
ক) পোলারিটি কাকে বলে?
খ) NaCl দ্রবণে বিদ্যুত্ পরিবহন করে, কিন্তু CCl4 করে না- ব্যাখ্যা কর
গ) XY এর বন্ধন গঠন বর্ণনা কর।
ঘ) XY ও ZY এর অক্সাইডের বন্ধন গঠন ভিন্ন কিনা- ব্যাখ্যা কর।
৮) 19A 24B 29C 54D
ক) আধুনিক পর্যায় সূত্রটি লিখ?
খ) Na অপেক্ষা K এর আয়নীকরণ বিভব কম কেন?
গ) A, B, C এর ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ ও পর্যায় নির্ণয় কর
ঘ) ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূলভিত্তি- উদ্দীপকের আলোকে বর্ণনা কর।