ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। মাস কয়েক আগে জানা যায় তার স্ত্রী ঢালিউডের আরেক তারকা অপু বিশ্বাস।

আর আজ দুপুরের পর খবর রটেছে অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন শাকিব খান।

এদিকে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিভোর্স লেটার পাঠানোর খবর প্রচার করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়।

শাকিব খান এই মুহুর্তে ভারতের হায়দারাবাদে ‘নোলক’ ছবির শুটিং করছেন।

তাই তাকে ফোনে পাওয়া যায়নি।

আর অপু বিশ্বাস বলেন, শাকিব আমাকে ডিভোর্স দিলে বাবা-মাকে নিয়ে এসে সকলের সামনে এ বিষয়ে কথা বলবেন। দূরে গিয়ে কেনো এ কাজ করবে শাকিব? আমার মনে হয় এটা গুজব। কেউ একজন চাইছে আমাদের সংসার যেন না থাকে।

এর আগেও শাকিব ব্যাংককে থাকার সময় সংসার ভাঙ্গার এমন গুজব ওঠেছিল। শাকিব আমাকে এ ধরনের কোনো খবর জানায়নি। তার পরিবারের পক্ষ থেকেও এমন কিছু বলা হয়নি। আর কোনো উকিল নোটিশও পাইনি আমি।

তাই এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে চলচ্চিত্রের বিভিন্ন প্রযোজক বলছেন, তাদের বিচ্ছেদ হয়ে যাবে এবার। আর সেই সঙ্গে উকিল নোটিশও আজ হাতে পাবেন অপু বিশ্বাস।

 


Comments