বিনোদন ডেস্ক
|
Dec 05,2017
কথাগুলো আগেই বলা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল কথাগুলো বলতে। মিডিয়ার এক ছোটভাই নাম "জয়"।
ওকে মিডিয়াতে গাইড করার জন্য মৌসুমী ও গাজী সাহেবের অবদান অনেক।
ছেলেটি অভিনয় ভালোই করে। সে "সেন্স অব হিউমার" নামে একটি অনুষ্ঠান করছে কিন্তু ইদানিং তাকে বেশী পাকনামী কথাবার্তা বলতে দেখা যাচ্ছে।
সে সিনিয়র শিল্পীদের নিয়ে অতি রঞ্জিত পাকনামী কথাবার্তা বলছে যা দৃষ্টিকটু।
তাই আমি তাকে সিনিয়র হিসেবে একটা কথাই বলবো সিনিয়র শিল্পী কলাকুশলীদের সম্মান করতে শিখো।
আর বেশী কিছু বলতে চাই না। ভালো থাক তুমি "জয়"....
(চিত্রনায়ক ওমর সানীর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)