ঢাকার গ্রীন মডেল টাউনে স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিতর্ক কর্মশালা।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বির্তক ক্লাব কর্তৃক দিন ব্যাপি বার্ষিক “বির্তক কর্মশালা-২০১৭ইং” ৬ই ডিসেম্বর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বির্তক কর্মশালায় বাংলা এবং ইংরেজি বির্তকের উপর প্রশিক্ষন দেওয়া হয়। বিডিএফ এর সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাহমুদুল আলম রাসেল বাংলা বির্তকের উপর প্রশিক্ষন প্রাদান করেন ।

এর পরই বিইউপি ডিবেট ক্লাবের এর বির্তক সম্পাদক ফারহান বিন লিয়াকত ইংরেজি বির্তকের উপর প্রশিক্ষন প্রাদান করেন ।

বির্তক কর্মশালায় প্রায় ১০০ জন সাধারণ শিক্ষার্থী অংশগ্রহন করে। দিন ব্যপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব মডারেটর সাইফ আহমেদ খান রিজভী ও ক্লাবের অনান্য সকল সদস্য বৃন্দ ।

প্রশিক্ষানার্থীরা বিআইই্‌উ ডিবেট ক্লাবের উদ্যোগে এরকম কর্মশালার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

 


Comments