ক্যারিয়ার ডেস্ক
|
Dec 07,2017
রোবট সোফিয়াকে নিয়ে ৩৮তম বিসিএসে সাধারণ জ্ঞান যে প্রশ্ন আসতে পারে....
১। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানবীসদৃশ রোবটের নাম কি? – সোফিয়া।
২। সোফিয়া নামের রোবটটি কবে বাংলাদেশে আগমন করে? – ৬ই ডিসেম্বর ২০১৭
৩। সোফিয়া নামক রোবটটি অবিকল কার চেহারার এবং তার পরিচয় কি? – অড্রে হেপবার্ন । তিনি হলিউডের একসময়ের বিখ্যাত অভিনেত্রী ।
৪। অড্রে হেপবার্ন বাংলাদেশে এসেছিলেন – ১৯৮৯ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে।
৫। সোফিয়া নামের রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান – হ্যানসন রোবটিক্স। (হংকং
৬। প্রথম রোবট হিসেবে সোফিয়া নাগরিকত্ব লাভ করে – সৌদি আরবের। ( ২০১৭ এর অক্টোবর)
৭। সোফিয়ার মতে সে সক্রিয় হয় – ১৯ এপ্রিল ২০১৫