কুলাউড়ায় সরকারি বাঁশ নষ্টের অভিযোগে ৯ হাতিকে আটক করেছে বনবিভাগ। কুলাউড়া রেঞ্জ কর্তৃপক্ষ লবনছড়া ও বেগুন ছড়া বাঁশ মহাল থেকে হাতিগুলি আটক করে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে হাতিগুলিকে আটক করা হয়। আটক হাতিগুলো বর্তমানে নলডরী বিট অফিস কার্যালয়ে বনবিভাগের নিয়ন্ত্রনে রাখা হয়েছে।
বন বিভাগ জানায়, গত কয়েকদিন থেকে কুলাউড়া রেঞ্জের লবনছড়া ও বেগুন ছড়া বাঁশ মহালে অজ্ঞাত মালিকের ৭টি বড় এবং ২ টি বাচ্ছা হাতি বিচরণ করে মূল্যবান বাঁশ ও গাছ নষ্ট করে আসছিল।
তাতে কয়েকদিনে ৫০ হাজার বাঁশ নষ্ট করেছে।
এতে ইজারাদারের ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে বাঁশ মহালের ইজারাদাররা বন বিভাগের কাছে অভিযোগ করলে বনবিভাগ হাতিগুলি আটক করে।
এব্যাপারে কুলাউড়া রেঞ্জের সহযোগী রেঞ্জ অফিসার মো:রিয়াজ উদ্দিন জানান, হাতিগুলি কেবা কাহারা বনবিভাগের রির্জাভ বাঁশ মহালে ছেড়ে বাঁশের ক্ষতি করছিল।
এ কারনে হাতিগুলিতে আটক করা হয়েছে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত হাতির কোন মালিক হাতির খোঁজে আসেননি।