English - 30
1. Match a word from the given words near to its meaning with the words at the right .1×5=5

difficult , keep up , university degree , fight ,international

a) Difficult
b) Keep up

c) University degree
d) Fight
e) International

2. Translate the followings into English: 1×5=5

a) মুষলধারে বৃষ্টি হচ্ছে।
b) ১৯৬০ সাল থেকে আমি এখানে বাস করছি।
c) আবার যদি শিশু হতাম!

d) আয়ের অধিক ব্যয় করিওনা।
e) সুদিন আবার আসবে।


3. Correct the following sentences : 1×2=2

a) Rahim and Karim is two brothers.
b) She ate many rice.

4. Identify and write down the name of the following sentences : 1×3=3

a) Jerry is a good boy.
b) What is your father?
c) Oil your own machine .

5. Identify and write down the name of the following tenses: 1×3=3

a) She cuts the line. b) She cut the line.
c) Who will cut the line?

6.Add tag questions : 1×2 = 2

a) Jerry was a little boy ,
b) Let us play ,

7. Drwa a picture of a dustbin and write a short paragraph on it : 3+7=10

ANSWER :

1) a. Challenging. b. maintain. c. graduation.

d. clash. e. global.

2) a. It is raining cats and dogs.
b. I have been living here since 1960.
c. Would that I were child again!

d. Don't live beyond your means.
e. Better days will come again.

3) a. Rahim and Karim are two brothers.
b. She ate much rice.

4) a. Assertive. b. Interrogative. c. Imperative.

5) a. Present Indefinite. b. Present Indefinite
c. Future Indefinite

6) a. Wasn't he? b. Shall we?

বাংলা-২০
১। সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে এক লাখ শ্রমিকের কত বছর সময় লেগেছিল?

২। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় দারোয়ান কী জপছে?

ক) মন্ত্র খ) তসবি গ) মালা ঘ) দানা

৩। আজিজুর রহমান কার প্রকৃত নাম?

৪। বিপদগ্রস্ত মানুষদের জন্য সাবুর মা কী ভেজে দেয়?

৫। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান?
৬। বুনিয়াদ বলতে বুঝায়-

ক) বংশ খ) ভিত্তি গ) প্রাচীন ঘ) আগা

৭। ছোটদের জন্য লেখা নজরুলের নাটকের নাম কি?

৮। কাকে সোনামুখ খুকু বলা হয়েছে?

ক) লতিকাকে খ) প্রজাপতিকে গ) ফিঙে পাখিকে ঘ) ঝিঙে ফুলকে

৯। শবপোড়া শব্দটি কী দোষে দুষ্ট?

১০। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে?

১১। “ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে” এটি কী ধরনের বাক্য?

১২। কমল ও কোমল শব্দ দুটির অর্থের পার্থক্য দেখাও?

১৩। উপাদান ও উপাধান শব্দদুটির অর্থের পার্থক্য দেখাও?

বাক্য সংকোচন কর :

১৪। সকলের জন্য প্রযোজ্য-

১৫। শৈশবকাল পর্যন্ত-

১৬। ভাব-সম্প্রসারণ লিখ :

‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত’

উত্তর : ১. ২০ বছর। ২. খ) তসবি। ৩. শওকত ওসমান। ৪. মুড়ি। ৫. ৪০ বছর। ৬. খ) ভিত্তি। ৭. পুতুলের বিয়ে। ৮. ঘ) ঝিঙে ফুলকে।

৯. গুরুচণ্ডালী। ১০. ৩টি। ১১. সরল বাক্য। ১২. পদ্মফুল ও নরম।
১৩. উপকরণ ও বালিশ। ১৪. সর্বজনীন। ১৫. আশৈশব।

 


Comments