১। কাজ কোন রাশি?
ক) স্কেলার খ) ভেক্টর
গ) লব্ধ ঘ) একটি ও না
২।Nm কে প্রকাশ করা হয়
ক) N খ) J গ) W ঘ) V
৩। 30kg ভরের একজন বালক দৌড়ানোর সময় তার গতি শক্তি 60J হলে তার বেগ কত?
ক) 16ms–1 খ) 21ms–1
গ) 2ms–1 ঘ) 4ms–1
৪।1kg ভরের বস্তুর রূপান্তরিত শক্তি?
ক) 3×108J খ) 4×1010J
গ) 9×1012J ঘ) 9×1016J
৫। আলোক শক্তির মাত্রা
ক) ML2T2 খ) ML2T-3
গ) MLT–2 ঘ) ML–1T–2
৬। বায়ুমণ্ডলের চাপ কত সেমি উর্ধ্বে পারদ স্তম্ভকে ধরে রাখতে পারে
ক) 75cm খ) 76cm
গ) 77cm ঘ) 80 cm
৭। 4m3 আয়তনের তরলের ভর 4000 kg হলে তরলটি হবে ।
ক) কেরোসিন খ) বেনজিন
গ) পানি ঘ) তার্পিন তৈল
৮। কোন বস্তুটির উপর চাপ কম হবে যখন তাদের ক্ষেত্রফল
ক) 10m2 খ) 20m2
গ) 30m2 ঘ) 40m2
৯। এভারেস্ট পর্বত শৃঙ্গের উপরে বায়ুমণ্ডলী চাপের মান সমুদ্র সমতলের চাপের প্রায়? ক) 30% খ) 40% গ) 50% ঘ) 60%
১০। lm3 আয়তনের পানির উর্ধ্বমুখী বল কত?
ক) 1000N খ) 9800N
গ) 980N ঘ) 98N
১১। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়?
ক) 180 খ) 100 গ) 32 ঘ) 0
১২। তামার ক্ষেত্র প্রসারণ—
ক) 11.2×10–6K-1 খ) 13.6×10–6K–1
গ) 22×10–6K-1 ঘ) 33.4×10–6K–1
১৩। কঠিন থেকে তরলে রূপান্তরের সময় কোনটি আয়তন বাড়ে?
ক) বরফ খ) মোম গ) পানি ঘ) লোহা
১৪। আপেক্ষিক তাপের একক
ক) JKg-1K–1 খ) JS–1
গ) JKgK–1 ঘ) JK–1
১৫। 1kg পানির তাপমাত্রা1K বাড়াতে কত তাপ লাগে?
ক) 2100JKg–1K–1
খ) 2200JKg–1K–1
গ) 3500Jkg–1K–1 ঘ) 4200JKg–1k–1