জ. হাসান
|
Dec 12,2017
৬২ তলা ভবন থেকে পড়ে মৃত্যু চীনা স্পাইডারম্যানের
চীনের একজন সুপরিচিতি ভবন আরোহী কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ৬২ তলা ভবন বেয়ে ওঠার সময় পড়ে গিয়ে নিহত হয়েছেন।
বান্ধবীকে বিয়ের প্রস্তাব এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে তিনি এই দুঃসাহসী চ্যালেঞ্জ নিয়েছিলেন। খবর বিবিসির।
২৬ বছর বয়সী ইয়ংনিং চাংসা শহরের ৬২ তলা ভবন বেয়ে ওঠার সময়ে পড়ে গিয়ে ৮ নভেম্বর মারা যান বলে তার বান্ধবী জানিয়েছেন।
বিবিসি জানায়, বহুতল ভবন বেয়ে উপরে ওঠার ছবি সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করে আলোড়ন তুলেছিলন চীনের স্পাইডারম্যান খ্যাত উ।
কিন্তু হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তার মৃত্যুর খবর দীর্ঘদিন গোপন ছিল। অবশেষে তার বান্ধবী সেটি প্রকাশ করেন।
জানা গেছে, প্রায় সাড়ে ১১ লাখ টাকার বাজিতে উ আকাশচুম্বী ভবনটিতে ওঠার চ্যালেঞ্জ নিয়েছিলেন।