সময় : ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
বাংলা-৩০
১। শব্দার্থ লিখ ১x৫=৫
এতদ্ব্যতীত, যুগান্তর, মেদিনী, বেনুবন, মনস্বী।

২। নিচের শব্দগুলো ‘পদ’ উল্লেখ কর : ১x৫=৫
শকুন, ক্ষতিকর, সে, খেয়ে ফেলে, ছাড়া

৩। প্রশ্নগুলোর উত্তর লিখ ৩x৫=১৫
ক. শব্দদূষণ কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে?

খ. মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কেন?
গ. ঘাসফুল কবিতার মূলভাব লিখ।

ঘ. রুমা ও রুবা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না কেন?
ঙ. ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো। আর এখন কোথায় দিয়ে প্রবাহিত হচ্ছে।

৪. আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখ বাচক শব্দ লিখ। ১x৫=৫
ক. শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

খ. স্বাধীনতা দিবস, গ. বাংলা নববর্ষ, ঘ. শহীদ বুদ্ধিজীবী দিবস। ঙ. বিজয় দিবস।

English-30

1. Make sentences with the following words: 1x4=4
Firefighter, Strings, Museum, Literature

2. Match the words with their similar meaning. 1›5=5

Live Well-Known
Famous Eat
Safe Reside

Swallwo Tradition
Customs Protected

3. Answer the following questions. 2x4=8

a. What is the biggest sports competitions of the world
b. Hwo many nations take part in the biggest sports competitions

c. Who is the father of the modern Olympic games?
d. Hwo many athletes compete in the Olympic games now?

4. Fill in the blanks with the correct form of verbs given in the brackets 1x4=4

a. I'm a football player, I-(Play) in the last junior Inter school competition.
b. Sabina is a good student She- (go) to school everyday.

c. It is- (rain)
d. I want to the market and- (byu) a pencil.

5. Re-arrange the words to build questions. 1x4=4
a. Named/ Place/ how/ was/ Kishoreganj/ the?

b. for/ how/ from/ is/ Kishoreganj/ Dhaka?
c. Is town/ the/ of/ size/ Kishoreganj/ What?

e. Many/ are/ under/ how/ upayilas/ there district/ Kishoreganj?
6. Write a paragraph about 'Your Birthday Celebration'. 5

গণিত-৪০
১। সংক্ষেপে উত্তর দাও। ১x৪=৪
ক. ২১০০ সাল কী অধিবর্ষ?

খ. শতকরা মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখ।
গ. সাধারণ ক্যালকুলেটরে কতটি বোতাম থাকে?

ঘ. তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী?

২. একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ১৫ দিন লাগে। পুকুরটি ১০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন? ৬

৩. সরল কর :
৭৮-[৫৬+{১৬৫-(৪৮৬x৯)x২}] ৬

৪. পাঁচটি ম্যাচের একটি টেস্ট সিরিজের ক্রিকেট খেলায় সফরকারী দলের ৬ জন ব্যাটসম্যান প্রথম ইনিংসে ২৭৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে ওই ৬ জনের মোট রান ১২৭। ওই সিরিজে ওই খেলোয়াড়রা গড়ে কত রান করেন? ৬

৫. নগেন বাবু তার সম্পত্তির ১/৮ অংশ নিজে রেখে ১/৮ অংশ স্ত্রীকে দিলেন। অবশিষ্ট সম্পত্তি চার পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়ায় প্রত্যেক পুত্র ১৫০০০ টাকার সম্পত্তি পেল। মোট সম্পত্তির মূল্য কত? ৬

৬। বার্ষিক ৫% মুনাফার কত বছরে ৪২৫ টাকা মুনাফাসহ আসল ৫১০ টাকা হবে? ৬

৭। চিত্রসহ সংজ্ঞা লিখ ২x৩=৬
সামান্তরিক, রম্বস, বর্গ।

 


Comments