সিলেটের গোলাপগঞ্জে ৬ দিন থেকে নিখোঁজ রয়েছেন সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু তায়্যিব মো. সাঈম (২৭)।
৪ ডিসেম্বর ওই শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
মো. সাঈম উপজেলার ২৩/সি ফুলবাড়ী পূর্বপাড়া এলাকার মাওলানা আলতাফ হোসেনের ছেলে।
তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটির এমবিএ ১ম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, মো. সাঈম সিলেটে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়। ওই রাতে বাড়িতে আসবে না বলে সে ফোনে তার মাকে জানায়।
এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
নিখোঁজ সাঈমের মামা মো. মাসুদ আহমদ জানান, গত ৬ দিন থেকে সাঈমের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।
আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার মা শাহানা আক্তার ৯ ডিসেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জানান, এ বিষয়ে নিখোঁজ সাঈমের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তার মোবাইলের সূত্র ধরে সন্ধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।