তাইওয়ান থেকে আমদানি করা দামি মাশরুম খেয়ে ভারতের প্রধানমন্ত্রী নিজের গায়ের রং বদলে ফেলেছেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদিরই রাজ্য গুজরাটের কংগ্রেস নেতা অল্পেশ ঠাকোর।

আগামী ১৪ ডিসেম্বর গুজরাটের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে প্রচারের শেষ দিনে মঙ্গলবার সব পক্ষের নেতারাই ঝাঁপিয়ে পড়লেন ভোটারদের মন জয় করতে।

এরই মধ্যে এমন মন্তব্য করলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া এই নেতা। খবর এবেলার।

কংগ্রেস নেতা অল্পেশের দাবি, ‘‘আমাকে একজন বলেছেন মোদিজি এমন খাবার খান, যা আপনারা খেতে পারবেন না। কারণ সেগুলো ‘গরিবের খাবার নয়’। ''

তিনি জিজ্ঞাসা করে নাকি জানতে পেরেছেন, নরেন্দ্র মোদি মাশরুম খান। ‘‘তো আমি জিজ্ঞাসা করলাম, মাশরুম খাওয়ায় ভুল কী আছে?

মাশরুম তো সব জায়গায় পাওয়া যায়। তো সেই ব্যক্তি বললেন, মোদিজি সেই মাশরুম খান যেগুলি তাইওয়ান থেকে আসে এবং একটি মাশরুমের দাম ৮০ হাজার টাকা। ’’

মোদি দিনে এমন ৫টি মাশরুম খান।

এটা প্রধানমন্ত্রী হওয়ার পরে নয়, যখন নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই তাঁর এই অভ্যাস। এমনটাই দাবি অল্পেশের।

অল্পেশ ঠাকোর এর পরে বলেন, তিনি আগে এই ধরনের কথায় বিশ্বাস করতেন না। কিন্তু এখন মোদির পুরনো ও বর্তমান ছবির তুলনা করে তিনি নিশ্চিত মাশরুমের গুণেই মোদি ফর্সা হয়েছেন।

অল্পেশের দাবি, ‘‘আমি মজা করেই সেই ব্যক্তিকে বললাম, উনি তো আমার মতোই কালো ছিলেন। কীভাবে ফর্সা হয়ে গেলেন?

আমি ৩৫ বছর আগের ছবি দেখেছি, তাতে তিনি আমার মতো কালো ছিলেন। তাহলে বুঝে দেখুন ব্যাপারটা। ’’

 


Comments