উড়ন্ত বিমানে সন্তান প্রসব, যৌন হেনস্থার ঘটনা শোনা গেলেও মারামারি ও যাত্রীদের গণহারে কামড় দেওয়ার ঘটনা বোধহয় এই প্রথম ঘটলো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে নিউইয়র্কে যাচ্ছিল বিমানটি। কিন্তু, নিউইয়র্কে না গিয়ে, শেষ পর্যন্ত লাস ভেগাসে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে।

জানা গেছে, লস এঞ্জেলস থেকে বিমানটি ছেড়ে যখন নিউ ইয়র্কের পথে উড়তে শুরু করে, তখন আচমকাই এক যাত্রীর কীর্তিতে ভয়ে অাতঙ্কিত হয়ে পড়েন অন্যরা।

জানা যায়, ওই বিমানের এক যাত্রী অন্যদের কিল, চড়, ঘুষি মারতে শুরু করেন। শুধু তাই নয়, তিনি কামড়াতেও শুরু করেন সহযাত্রীদের।

তাঁর ওই কীর্তি দেখার পর পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানে।

কেন সংশ্লিষ্ট ওই ব্যক্তি সহযাত্রীদের মারধর শুরু করেন এবং কামড়ানো শুরু করেন, তা খতিয়ে দেখার জন্য বিমানে থাকা চিকিত্সককেও ডেকে আনা হয়।

কিন্তু, শারীরিক পরীক্ষার সময় তিনি সুযোগ পেলেই অন্যদের কামড়াতে শুরু করেন।

তাঁকে থামানোর কোনও উপায় না দেখে শেষ পর্যন্ত বিমানটি জরুরি অবতরণ করানো হয় লাস ভেগাসে।

 


Comments