সার বেঁধে সংশোধনাগারের ভেতর দিয়ে বেরিয়ে আসছে আটটি গাধা!

সংশোধনাগারের গেটে দাঁড়িয়ে থাকা রক্ষী তাদের বাইরে বেরনোর পথ দেখিয়ে দিচ্ছেন।


ভাবছেন, এতগুলো গাধা সংশোধনাগারের ভেতরে ঢুকল কী ভাবে?

ওরা ঢোকেনি। ওদের সাজা খাটতে জেলে ঢোকানো হয়েছিল। বিশ্বাস হচ্ছে না! এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের জলায়ূঁতে।

কেন জেল হয়েছিল? সলে জেলের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলেছিল তারা। সেই ‘অপরাধে’ চার দিন জেল হেফাজতে থাকতে হল ওই আট গাধাকে।

পুলিশ জানিয়েছে, জলায়ূঁ জেলায় উরাই জেলের সামনে দামি গাছ লাগানো হয়েছিল।

ওই গাধাগুলির মালিককে সতর্ক করা সত্ত্বেও তিনি তাদের সেখানেই ছেড়ে দেন।

ফলে গাছ খেয়ে ফেলে তারা। গাধাদের আটক করে পুলিশ।

মালিকের অনুরোধেও তাদের ছাড়া হয়নি। সোমবার স্থানীয় এক বিজেপি নেতার মধ্যস্থতায় তারা ছাড়া পায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 


Comments