ভারতের 'মোস্ট ওয়ানটেড টেলিভিশন সিরিজ' এর উপস্থাপক হিসেবে সুহায়িব ইলিয়াসি সন্ত্রাসীদের গল্প ঘণ্টাব্যাপী এপিসোডগুলোতে সবিস্তারে বর্ণনা করতেন।

কিন্তু তার নিজের করা খুনের ঘটনাই মানুষের জানতে লেগে গেছে দীর্ঘ ১৭ বছর!

শনিবার দিল্লি কোর্টে স্ত্রীকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় ভারতের সাবেক ওই টিভি উপস্থাপককে। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।

সুহাইবের সাজা ঘোষণা করা হবে আগামী ২০ ডিসেম্বর।

২০০০ সালের ১০ জানুয়ারি ২৯ বছর বয়সী আনজুকে দিল্লি হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে রড দিয়ে করা আঘাতের চিহ্ন ছিল।

সুহাইব ইলিয়াসি তখন বলেছিলেন, স্ত্রী আনজু তার সঙ্গে ঝগড়া করে নিজেই নিজের শরীরে আঘাত করেছেন!

ওই ঘটনার প্রায় আড়াই মাস পর ২৮ মার্চ ইলিয়াসিকে পুলিশ গ্রেফতার করে।

'যৌতুকের দায়ে স্ত্রীকে নির্যাতন', 'যৌতুকের জন্য হত্যা' ও 'খুনের প্রমাণ নিশ্চিহ্ন' করে দেয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 


Comments