স্টাডি এন্ড জবস ২৪
|
Dec 19,2017
বিশ্বের বিখ্যাত সমরনায়কদের মধ্যে অন্যতম নেপোলিয়ন বোনাপার্ট (১৭৬৯-১৮২১)।
তাঁর জন্ম ফ্রান্সে।
বাবা কার্লো বোনাপার্ট ও মা মারিয়া লেটিজিয়া রামোলিনোর আট সন্তানের মধ্যে নেপোলিয়ন ছিলেন দ্বিতীয়।
পড়াশোনা করেছেন আর্টিলারি নিয়ে।
১৭৮৫ সালে স্নাতক শেষ করে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দেন।
১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় তিনি জেনারেলের দায়িত্ব পালন করেন।
ভালো কাজ ও সাহস তাঁকে সেনাবাহিনীর উচ্চ পদে অধিষ্ঠিত হতে সাহায্য করে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাঁর বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। সবকটিতে জয়লাভ করেন তিনি।
১৮০৪ সালে তিনি নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন। তাঁর অধীনে ফ্রান্স ছিল খুবই শক্তিশালী।
ফরাসিরা যথাযথ সম্মান দিয়ে তাঁকে স্মরণ করে।
তাঁর বিখ্যাত উক্তি ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব।