শিক্ষকদের স্বাক্ষর জাল করে বন্যাদুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদানের নামে অর্থ আত্মসাতের প্রচেষ্টা এবং শিক্ষক সমিতির মানবিক কর্মপন্থায় বাধা প্রদানের অভিযোগে কারণদর্শানোর নোটিশের পর এবার দুই শিক্ষকের সদস্যপদ অনিদিষ্টকালের জন্য স্থগিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শিক্ষকদের স্বাক্ষর জাল করে বন্যাদুর্গতদের জন্য শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা আত্মসাতের প্রচেষ্টার অভিযোগে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষক সমিতি।
সংগঠনের গঠনতন্ত্রের ১৪ (খ) ধারা অনুযায়ী মঙ্গলবার সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে ৩ কার্যদিবস সময় বেঁধে দিয়ে ড. কামাল ও ড. নন্দীকে সমিতি কারণদর্শানোর নোটিশ প্রদান করলেও তারা কোন জবাব দেননি।
শিক্ষক সমিতি থেকে নিজের সদস্য পদ স্থগিত হওয়া প্রসঙ্গে ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা কারো স্বাক্ষর জাল করিনি। এটা বানোয়াট ও মিথ্যা। শিক্ষক সমিতি গায়ের জোরে এই কাজ করেছে।’