১. উপকূলের কোন একটি স্থানে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে ব্যবধান হল-

ক. প্রায় ১২ ঘণ্টা খ. প্রায় ২৪ ঘণ্টা

গ. প্রায় ৬ ঘণ্টা ঘ. সবগুলো

২. নিচের কোন সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত?

ক. আকিয়াব খ. আকাবান

গ. আকাবা ঘ. আবাদান

৩. জি-৭ এর সদ্যস নয় কোন দেশ?

ক. কানাডা খ. ইতালি

গ. রোমানিয়া ঘ. জাপান

৪. নাগর যদি মহানন্দার উপনদী হয় তাহলে কুলিখ কার উপনদী?

ক. যমুনা খ. মহানন্দা

গ. পদ্মা ঘ. মেঘনা

৫. হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

ক. যমুনা খ. ব্রহ্মপুত্র

গ. পদ্মা ঘ. করতোয়া

৬. কিওক্রাডাং-এর উচ্চতা প্রায়?

ক. ১২৩০ ফুট খ. ৪০৫৩ ফুট

গ. ১২৩১ ফুট ঘ. ৩০৪৫ ফুট

৭. বাংলাদেশের ওপর দিয়ে কোন কাল্পনিক রেখা গিয়েছে?

ক. মূল মধ্যরেখা খ. মকর ক্রান্তি রেখা

গ. ট্রফিক অব ক্যান্সার ঘ. কোনটিই না

৮. বরিশালের প্রাচীন নাম নিচের কোনটি?

ক. চন্দ্রদ্বীপ খ. বাকলা

গ. ইসমাইলপুর ঘ. সবগুলো

৯. মিশুকের স্থপতি কে?

ক. মোস্তফা মানোয়ার খ. হামিদুর রহমান

গ. শামীম শিকদার ঘ. হামিদুজ্জামান খান

১০. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক. ২০০ কি.মি. খ. ১২ নটিক্যাল মাইল

গ. ৩৫০ নটিক্যাল মাইল ঘ. ৩৭০ কি.মি.

১১. NATO কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৭ সালের ৪ আগস্ট

খ. ১৯৪৯ সালের ৪ এপ্রিল

গ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি

ঘ. ১৯৫১ সালের ৪ মে

১২. বি-৫২ কী?

ক. এক ধরনের যাত্রীবাহী বিমান

খ. এক বিশেষ ধরনের হেলিকপ্টার

গ. এক ধরনের বোমারু বিমান

ঘ. এক ধরনের ক্ষেপণাস্ত্র

১৩. কোন তারিখে পিএলও ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?

ক. ১০ সেপ্টেম্বর ১৯৯৩

খ. ১১ সেপ্টেম্বর, ১৯৯৩

গ. ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩

ঘ. ২০ সেপ্টেম্বর, ১৯৯৩

১৪. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?

ক. ইয়েন খ. পেসো গ. ইউয়ান ঘ. উয়ন

১৫. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?

ক. UNIMGO খ. UNGOMAP

গ. UNFICP ঘ. UNIMGO

১৬. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?

ক. জর্ডান খ. লেবানন

গ. ইরান ঘ. বাহরাইন

১৭. International Instiute on Ageing কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

ক. জেনেভা খ. রোম গ. প্যারিস গ. ভ্যালেটা

১৮. শাত-ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

ক. দামেস্ক চুক্তি খ. আলজিয়ার্স চুক্তি

গ. কায়রো চুক্তি ঘ. বৈরুত চুক্তি

১৯. বাস্তিল দুর্গের পতন হয়েছিল-

ক. ১৪ জুলাই ১৭৮৯ খ. ৭ জুন ১৭৮৮

গ. ৫ অক্টোবর ১৭৮৮ ঘ. ২৬ আগস্ট ১৭৮৮

২০. জাতিসংঘ দিবস পালিত হয়-

ক. ২৪ অক্টোবর খ. ২৪ আগস্ট

গ. ২৪ ডিসেম্বর ঘ. ২৪ নভেম্বর

২১. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?

ক. ইয়েমেন খ. কাতার

গ. ওমান ঘ. মিয়ানমার

২২. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়-

ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার

গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার

ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

উত্তর : ১.গ ২.গ ৩.গ ৪.খ ৫.খ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.ক ২১.ক ২২.ক।

গ্রন্থনা : নাজমুল হাসান

 

 


Comments