কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ

প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। আজ প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। 

৮১. ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কোনটি সঠিক?

i. এতে সৃষ্ট বাস্তবতাকে স্পর্শ করা যায়

ii.এর দ্বারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করা যায়

iii.এটি হল কৃত্রিম বাস্তবতা

নিচের কোনটি সঠিক?

ক. ii খ.iii

গ.ii ও iii ঘ.i, ii ও iii

৮২. সামাজিক যোগাযোগ ওয়েবসাইট নয় কোনটি?

ক.জোরফিয়া খ.ফেইসবুক

গ.টুইটার ঘ.ইয়াহু

৮৩. কোনটিতে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়?

ক. সিম নিবন্ধনে

খ.ঔষুধ প্রস্তুত করতে

গ.নতুন উন্নত প্রাণী সৃষ্টিতে

ঘ.সোলার এনার্জি তৈরি করতে

৮৪. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহূত হয়-

i. বিনোদনের ক্ষেত্রে

ii.কৃত্রিম অনুভূতি সৃষ্টিতে

iii. ত্রিমাত্রিক ডিজাইনে

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii খ.i ও iii

গ.ii ও iii ঘ.i, ii ও iii

৮৫. বিশ্বগ্রামের প্রধান উপকরণ কোনটি?

ক. বিদ্যুত্ খ.ইন্টারনেট

গ.স্যাটেলাইট ঘ.কম্পিউটার

৮৬.অতি শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিত্সা করাকে বলা হয়-

ক. বায়োমেট্রিক্স খ.ক্রায়োসার্জারি

গ.বায়ো ইনফরমেটিক্স ঘ.কোনটিই নয়

৮৭.কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?

ক. ৪ খ.৩ গ.২ ঘ.১

৮৮. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়?

ক. BASIC খ. LISP

গ. FORTAN ঘ. PASCAL

৮৯. কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন ক্ষমতাকে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়?

ক. Hevristic খ. LISP

গ. Program ঘ. PASCAL

৯০. ক্রায়োসার্জারির অন্য নাম কী?

ক. ক্রায়োথেরাপি

খ. নাইট্রোজেন থেরাপি

গ. ফিজিওথেরাপি

ঘ. ফিজিওসার্জারি

৯১. কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহূত হয় কোনটি?

i. PROLOG ii.BASIC

iii.LISP

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii খ.i ও iii

গ.ii ও iii ঘ.i, ii ও iii

৯২. কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভুত হচ্ছে-

ক. Cryosurgery খ. Dendral

গ. Robotics ঘ. Mycin

৯৩. বারকোড কোথায় দেখা যায়?

ক. দোকানের সামনে খ. বইয়ের মধ্যে

গ. পণ্যের প্যাকেটে ঘ. ব্যাংকের চেকে

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:

শিক্ষামন্ত্রী মহোদয় ঢাকায় বসে সব কলেজের অধ্যক্ষদের সাথে মত বিনিময় সভা করলেন এবং মত বিনিময়কালে অংশগ্রহণকারীরা সবাই প্রত্যেককে মনিটরে দেখতে পেলেন।

৯৪. উদ্দীপকে শিক্ষামন্ত্রী মহোদয় কোন ব্যবস্থা গ্রহণ করে মত বিনিময় করতে পারে?

i. স্কাইপি ii.টুইটার iii. ইউটিউব

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii খ.i ও iii

গ.ii ও iii ঘ.i, ii ও iii

৯৫.উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা গ্রহণ করার ফলে-

i. সময় সাশ্রয় হয়

ii.ব্যয় বৃদ্ধি পায়

iii. কাজের গতিশীলতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii খ.i ও iii

গ.ii ও iii ঘ.i, ii ও iii

৯৬. GMO এর পূর্ণরুপ কী?

ক. Genetically Modified Organism

খ. Genetically Medical Orgasm

গ. Genetically Modified Organ

ঘ. Genetically Modified Organisation

৯৭. গুগলের ভার্চুয়াল চ্যাটিং এর নাম কী?

ক. Virtual খ. Google

গ. Lively ঘ. Be Virtuality

৯৮. যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ এক জীবের কোষ থেকে অন্যজীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে কী বলে?

ক. রি কম্বিনেট RNA

খ. রেস্ট্রিকশন DNA

গ. রেস্ট্রিকশন RNA

ঘ.রিকম্বিনেন্ট DNA

৯৯. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে?

ক. ন্যানো টেকনোলজি

খ.বায়োইনফরমেটিক্স

গ.বায়োমেট্রিক্স

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

১০০. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে-

i. ডিএনএ অনু কাটা যায়

ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়

iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে লাগানো যায়।

নিচের কোনটি সঠিক?

ক. i খ.iii

গ.ii ও iii ঘ.i, ii ও iii

 

উত্তরপত্র: ৮১- ঘ , ৮২- ঘ, ৮৩- ক, ৮৪-ঘ, ৮৫- খ, ৮৬- খ, ৮৭- ক, ৮৮- খ, ৮৯-ক, ৯০- ক, ৯১- খ, ৯২- ক, ৯৩- গ, ৯৪- ক, ৯৫- খ, ৯৬- ক, ৯৭-গ, ৯৮-ঘ, ৯৯- ঘ, ১০০- ক ।

 


Comments