যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ফ্রাঙ্ক জি বোনেলির একটি পার্কে প্রথমবারের মতো বন কর্মকর্তারা গলায় তীরবিদ্ধ একটি হাঁস দেখতে পেয়ে নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না।
দিব্যি ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে খাবার খুঁজে চলেছে হাঁসটি।
দৃশ্যটি দেখে মর্মাহত বন কর্মকর্তারা সেটিকে তীরের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ধরার চেষ্টা করতে কাছাকাছি যায়। ভয়ে পালিয়ে যায় হাঁসটি।
এভাবে বেশ কয়েক দফা তীরবিদ্ধ হাঁসটিকে ধরার চেষ্টা করেও লাভ হয়নি। কাছাকাছি যেতেই উড়ে চলে যায় হাঁসটি।
গলার মধ্যে বড়সড় একটি তীর নিয়ে কীভাবে বেঁচে রয়েছে হাঁসটি তা নিয়ে খুবই শঙ্কিত তারা। হাঁসটিকে এই পরিস্থিতি দিতে সাহায্য করার ব্যাপারে এখনো তারা আশাবাদী।
খুঁজে বের করার জন্য হাঁসটির ব্যাপারে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহবান জানাতে গণমাধ্যমেরও শরণাপন্ন হয়েছিল বন বিভাগ।
কর্মকর্তারা বলছেন, হাঁসটিকে তীরবিদ্ধ করাটা আইনত দণ্ডনীয়।
অপরাধীকে শনাক্ত করতে পারলে তার বিরুদ্ধে বন্যপ্রাণির প্রতি নিষ্ঠুরতা দেখানো এবং শিকার করার অপরাধে শাস্তির মুখে পড়তে হবে।
সেই সাথে যে ব্যক্তি হাঁসটির এই অবস্থা করেছে তাকেও খুঁজছে কর্মকর্তারা।-ইউপিআই