জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইসরায়েলের প্রতি বিশ্বসংস্থাটির বৈরিতা সত্ত্বেও কেন দেশটি এখনো সেখানে আছে এজন্যে তিনি বিস্ময়বোধ করছেন।

তিনি জাতিসংঘকে ইসরায়েরের জন্যে একটি প্রতিকূল জায়গা বলেও অভিহিত করেন। টাইমস অব ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার পর এর বিরুদ্ধে মিসরের একটি প্রস্তাব জাতিসংঘে পাস হওয়ার পর নিকি হ্যালি জাতিসংঘের সমালোচনা করে এধরনের বক্তব্য রাখলেন।

নিকি বলেন, জাতিসংঘের জন্যে এটি লজ্জাজনক যে দীর্ঘদিন ধরে সংস্থাটি ইসরায়েরের সঙ্গে বৈরী আচরণ করে যাচ্ছে। এরফলে জাতিসংঘ সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে।

গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং তা বিশ্বের জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের প্রতি প্রশ্ন ছুড়ে হ্যালি বলেন, জাতিসংঘ ইহুদি রাষ্ট্রের প্রতি কোনো সহানুভূতি না দেখালেও কেন ইসরায়েল এখনো এ সংস্থায় রয়েছে।

বরং জাতিসংঘের চেয়ে ইসরায়েল স্বাধীনতা ও মানব মর্যাদার জন্যে ভাল অবস্থান নিয়ে আছে।

নিকি আরো বলেন, আমি প্রায়শঃ অবাক হই, জাতিসংঘের এধরনের বৈরী আচরণ সত্ত্বেও ইসরায়েল এখনো কিভাবে সংস্থাটির সদস্য রয়েছে।

ইহুদি জাতির সেবার জন্যেই ইসরায়েল এখনো জাতিসংঘে রয়েছে। জাতি হিসেবে টিকে থাকার জন্যেই ইসরায়েল তা করছে।

ইসরায়েল মানব মর্যাদা ও স্বাধীনতার জন্যেই রয়েছে তাই এব্যাপারে জাতিসংঘের কথা বলা উচিত।

 


Comments