১০১। নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর : অবতল দর্পণ।
১০২। রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
উত্তর : খর্বিত হবে।
১০৩। রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব কোন প্রক্রিয়ায় আমাদের মস্তিষ্কে বস্তুটির অনুরূপ অনুভূতি সৃষ্টি করে?
উত্তর : জটিল প্রক্রিয়ায়।
১০৪। যে পৃষ্ঠ হতে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে কী বলে?
উত্তর : প্রতিফলক পৃষ্ঠ।
১০৫। গোলকের কেটে নেয়া অংশের কোন পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়?
উত্তর : উত্তল পৃষ্ঠে।
১০৬। গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কী বলা হয়?
উত্তর : বক্রতার ব্যাসার্ধ।
১০৭। গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সে গোলকের কেন্দ্রকে কী বলা হয়?
উত্তর : বক্রতার কেন্দ্র।
১০৮। গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে কী বলা হয়?
উত্তর : প্রধান অক্ষ।
১০৯। সিনেমার পর্দায় ফেলা কোনো দৃশ্য কী ধরনের প্রতিবিম্ব গঠন করে?
উত্তর : বাস্তব ও সোজা।
১১০। সমতল দর্পণে লক্ষ্যবস্তুকে কী হিসেবে গণ্য করা হয়?
উত্তর : অসংখ্য বিন্দুর সমষ্টি।
১১১। গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি কিসের ওপর নির্ভর করে?
উত্তর : লক্ষ্যবস্তুর অবস্থান।
১১২। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়?
উত্তর : মেরু ও প্রধান ফোকাসের মধ্যে। ১১৩। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে অবস্থিত লক্ষ্যবস্তুর বিম্বের প্রকৃতি কিরূপ হবে?
উত্তর : বাস্তব ও উল্টো।
১১৪। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর একটি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত হলে বিম্বের অবস্থান কোথায় হবে?
উত্তর : অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে।
১১৫। উত্তল দর্পণে সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর : অবাস্তব, সোজা, খর্বিত।
১১৬। রাস্তার বাতিতে প্রতিফলকরূপে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর : উত্তল দর্পণ।
১১৭। ডাক্তাররা নাক, কান, গলা পর্যবেক্ষণের জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
উত্তর : অবতল দর্পণ।
১১৮। টর্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : অবতল দর্পণ।