কুকুর ও বিড়াল উভয়ই ‘প্রভুভক্ত’ প্রাণী হিসেবে পরিচিত। তবে বিড়ালের বিরুদ্ধে ভক্তি লঙ্ঘনের অভিযোগ আছে বেশি।
সঙ্গে এ বিতর্কও আছে, প্রাণী হিসেবে কোনটি বেশি বুদ্ধিমান? কুকুর নাকি বিড়াল? বিজ্ঞানের ব্যাখ্যায়, কুকুরের পাল্লাই বেশি ভারী।
যে পদ্ধতিতে এ ফল পাওয়া গেছে, সেটি তৈরি করেছেন ব্রাজিলের জীববিজ্ঞানের অধ্যাপক সুজানা হারকিউলানো-হোজেল।
আর গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ছাপা হয় ‘ফ্রন্টিয়ারস ইন নিউরোঅ্যানাটমি’ সাময়িকীতে। তাতে দেখানো হয়েছে, কার সিরেব্রাল করটেক্সে বেশি নিউরন রয়েছে।
প্রাণীর চিন্তাশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিংবা আচরণ নির্ভর করে সিরেব্রাল করটেক্সের ওপর।
গবেষণায় দেখা গেছে, ওই করটেক্সে কুকুরের নিউরন সংখ্যা ৫৩ কোটি। অন্যদিকে বিড়ালের মস্তিষ্কে এই নিউরন আছে ২৫ কোটি; অর্থাৎ অর্ধেকেরও কম।
মানুষের মস্তিষ্কে এ নিউরনের সংখ্যা এক হাজার ৬০০ কোটি।
এ থেকে বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কুকুর প্রাণী হিসেবে বিড়ালের চেয়ে বুদ্ধিমান।
তবে বিজ্ঞানীরা এ কথাও বলেছেন যে উভয় প্রাণীর মস্তিষ্কের আকার প্রায় সমান।
সূত্র : এবেলা।