ভিনগ্রহে প্রাণ রয়েছে কি না- এ বিষয়ে এ পর্যন্ত বহু গবেষণা হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রহণযোগ্য কোনো উত্তর মেলেনি, যা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়।
তাই এসব কিছু নিয়ে নিজেদের মতো কল্পনার জাল তৈরি করি আমরা।
তবে এবার ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পেন্টাগনের ইউএফও হান্টিং ব্যুরোর সাবেক প্রধান লুইস এলিজন্ডো। তিনি বলেন, খুব সম্ভবত মহাবিশ্বে আমরা একা নই।
২০১৪ সালে মার্কিন ফাইটার জেটের কাছাকাছি ক্যামেরায় ধরা পড়েছিল একটি রহস্যজনক উড়ন্ত বস্তু। সে সময়ে এটি নিয়ে বিশেষ মাথা ঘামানো হয়নি।
তবে এ বিষয়ে এবার লুইস বলেছেন, এই অজানা বস্তুগুলো ভিনগ্রহীদের উপস্থিতির সপক্ষে জোরালো প্রমাণ দিচ্ছে।
তিনি আরও বলেন, কোনো কিছু সম্পর্কে তথ্য না থাকলেই গুজব ছড়িয়ে পড়ে। এলিয়েনদের সম্পর্কেও এমন অনেক গুজব রয়েছে।
কিন্তু ওই অজানা উড়ন্ত বস্তু এমন অনেক ক্ষমতার কথা প্রদর্শন করেছে, যা সত্যিই অভাবনীয়। এটা থেকেই ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস আরও জোরালো হয়েছে।
সূত্র: হাফপোস্ট