দক্ষিণ আফ্রিকায় লড়ছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে বিরাট কোহলির দল কী করবে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। ক্রিকেট চলছে তার নিজের নিয়মে।
এদিকে গত বছর একাধিক ক্রিকেটার বিয়ে করলেও বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে গ্ল্যামারে পেছনে ফেলে দিয়েছে বাকি সব বিয়েকে।
বহুল চর্চিত এই বিয়ে হঠাৎ করেই প্রশ্নের মুখে পড়েছে। সূত্রের খবর, বিরাট-আনুশকার বিয়ের রেজিস্ট্রেশনটাই বৈধ মতে হয়নি।
আর তা না হওয়াতেই যাবতীয় প্রশ্ন।
ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী হেমন্ত কুমার বিদেশ মন্ত্রালয়কে আরটিআই (রাইট টু ইনফরমেশন) করেছিলেন।
রোমের ভারতীয় দূতাবাস তার জবাব দিয়েছে ৪ জানুযারি। আর এই জবাবেই সামনে এসেছে বিরাট ও আনুশকা তাদের বিয়ের ব্যাপারে কোনও তথ্যই আগে থাকতে দেননি ভারতীয় দূতাবাসের ম্যারেজ অফিসারকে।
হেমন্ত কুমারের বক্তব্য অনুযায়ী, কোনও ভারতীয় ব্যক্তি যদি অন্য কোনও দেশে গিয়ে বিয়ে করেন, তাহলে তাঁকে বিদেশি বিয়ের নিয়ম ১৯৬৯ মতে রেজিস্ট্রেশন করতে হবে।
তারা সেই নিয়মের ধার ধারেননি।
দেশের যে রাজ্যে বিরাট-আনুশকা থাকবেন, সেই রাজ্যের নিয়মানুযায়ী এখন তাদের দ্বিতীয়বার বিয়ে করতে হবে।