এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’-এর পাঠানো একটি ফ্যাক্স বার্তায় এ কথা জানানো হয়।
আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
তিন দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট/ উপাচার্য অংশগ্রহণ করবেন।
এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই স্বীকৃতিস্বরূপ এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেএ বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।