১ম অধ্যায় : ভূগোল ও পরিবেশ
১. Geography শব্দটির অর্থ কী?
উত্তর : Geography শব্দটির অর্থ হল পৃথিবীর বর্ণনা।
২. অধ্যাপক ম্যাকনির ভূগোল সম্পর্কিত সংজ্ঞাটি কী?
উত্তর : মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলে।
৩. অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের ভূগোলের সংজ্ঞাটি কী?
উত্তর : অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হল ভূগোল।
৪. পরিবেশ কাকে বলে?
উত্তর : আমাদের চারপাশের সব জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব সংঘটিত ঘটনাকে পরিবেশ বলে।
৫. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর : প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে।
৬. পরিবেশ কয় প্রকার?
উত্তর : পরিবেশ দুই প্রকার।
৭. পরিবেশের উপাদান কয় প্রকার?
উত্তর : পরিবেশের উপাদান দুই প্রকার।
২য় অধ্যায় : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
৮. মহাকাশ কী?
উত্তর : আদি অন্তহীন আকাশকে মহাকাশ বলে।
৯. জ্যোতিষ্ক কী?
উত্তর : অসীম মহাকাশের নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়া পথকে বলে জ্যোতিষ্ক।
১০. গ্রহ কাকে বলে?
উত্তর : যেসব জ্যোতিষ্কের তাপ ও আলো নেই এবং মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবতির্ত হয় তাদের গ্রহ বলে।
১১. নক্ষত্র কী?
উত্তর : যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে।
১২. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
উত্তর : প্রক্সিমা সেনটোরাই (Proxima Centauri)।
১৩. সূর্যের নিকটতম গ্রহের নাম কী?
উত্তর : সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ।
১৪. সৌরজগৎ কাকে বলে?
উত্তর : সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহানুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে যে সুবিশাল ও রহস্যময় জগৎ গঠিত তাকে সৌরজগৎ বলে।
১৫. অধিবর্ষ কাকে বলে?
উত্তর : যে বছর ফেব্রুয়ারি মাসকে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয় এবং ওই বছরটিকে ৩৬৬ দিন ধরা হয় সে বছরকে অধিবর্ষ বলে।
১৬। আহ্নিক গতি কাকে বলে?
উত্তর : পৃথিবী তার নিজ মেরু অক্ষের চারদিকে দিনে একবার ঘুরে আসার আবর্তন গতিকে আহ্নিক গতি বলে।
১৭। বার্ষিক গতি কাকে বলে?
উত্তর : সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর পরিক্রমকে বার্ষিক গতি বলে।
১৮। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
উত্তর : বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়।
১৯। নিরক্ষরেখা কাকে বলে?
উত্তর : পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব-পশ্চিমে পুরো পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে।
২০। উত্তর গোলার্ধ কাকে বলে?
উত্তর : নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ বলে।