গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন
১। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি?
ক) স্পোরোফাইটিক খ) পরিবহন টিস্যুযুক্ত
গ) পুষ্পক ঘ) ভ্রূণ সৃষ্টিকারী
২। ব্রায়োফাইটের পুং জননাঙ্গের নাম কী?
ক) স্পোরানজিয়াম খ) গ্যামেট্যানজিয়াম
গ) আর্কিগোনিয়াম ঘ) অ্যান্থেরিডিয়াম
৩। Riccia উদ্ভিদের বৈশিষ্ট্য—
i. রাইজয়েড উপস্থিত
ii. আর্কিগোনিয়াম বেলুনাকার
iii. স্পোরোফাইট হোমোস্পোরাস
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
৪। কোন প্রজাতিটি জলজ?
ক) Riccia bengalensis
খ) Riccia dhakensis
গ) Riccia chittagonensis
ঘ) Riccia fluitans
৫। নিচের কোনটিকে লিভারওয়ার্ট বলা হয়?
ক) Riccia খ) Pteris
গ) Ulothrix ঘ) Moss
৬। Riccia-এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
i. উদ্ভিদদেহ গ্যামেটোফাইট
ii. স্কেল ও রাইজয়েট বিদ্যমান
iii. স্পোরোফাইট ক্যাপসুলে সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একদল ছাত্র পথ চলতে চলতে মানুষের লিভার আকৃতিবিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ দেখতে পেল, যাদের উভচর উদ্ভিদও বলা হয়।
৭। নিম্নের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকের উদ্ভিদগুলো প্রদর্শন করে?
ক) দেহ স্পোরোফাইটিক
খ) থ্যালার দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট
গ) পুং জননাঙ্গ আর্কিগোনিয়াম
ঘ) ভাস্কুলার টিস্যু আছে
৮। স্পোরোফাইট আদি প্রকৃতির এবং থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদে?
ক) Semibarbula খ) Marchantia
গ) Riccia sp ঘ) Funaria
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
লিভারওয়ার্টের একটি বিশেষ ধরনের ৪৫টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, যারা স্যাঁতসেঁতে মাটিতে, আর্দ্র প্রাচীরের গায়ে, এমনকি নদীতীরের বালিতেও জন্মে থাকে।
৯। উদ্দীপকের উদ্ভিদটি থ্যালাস—
i. মূল দ্বারা মাটির সঙ্গে আটকে থাকে
ii. গ্যামেটোফাইটিক
iii. দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
১০। উদ্দীপকের উদ্ভিদটির দুটি অঞ্চলের মধ্যে কোনটি সত্য?
ক) আত্তীকরণ অঞ্চল ক্লোরোফিলযুক্ত
খ) সঞ্চয়ী অঞ্চল স্টোমাটাযুক্ত
গ) আত্তীকরণ অঞ্চলে রাইজয়েড বিদ্যমান
ঘ) সঞ্চয়ী অঞ্চলে বায়ুকুঠরিযুক্ত
১১। ব্রায়োফাইটের নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন?
ক) কঠিন খ) তরল
গ) বায়বীয় ঘ) প্লাজমা
১২। ব্রায়োফাইটের শুক্রাণুতে কয়টি ফ্ল্যাজেলা থাকে?
ক) ২টি খ) ৩টি
গ) ৫টি ঘ) ৭টি
১৩। প্রথম ভাস্কুলার উদ্ভিদের রাইজোম যে বাদামি শল্কপত্র দ্বারা আবৃত থাকে তার নাম—
ক) ফ্রন্ড খ) পিনা
গ) ক্রোজিয়ার ঘ) র্যামেন্টাম
১৪। ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো গঠনকে বলে—
ক) ফ্রন্ড খ) পিনা
গ) ক্রোজিয়ার ঘ) সার্সিনেট ভার্নেশন
১৫। ফার্ন উদ্ভিদে মিয়োসিস ঘটে—
ক) স্পোর মাতৃকোষে খ) জাইগোটে
গ) প্রোথ্যালাসে ঘ) স্পোরে
১৬। নিচের কোনটি পরিবহন টিস্যুযুক্ত অপুষ্পক উদ্ভিদ?
ক) Ulothrix খ) Pteris
গ) Riccia ঘ) Agaricus
১৭। কোনটি ডিপ্লয়েড জীব?
ক) Riccia খ) Pteris
গ) Ulothrix ঘ) Agaricus
উত্তর
১. ঘ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ।