চলতি জানুয়ারি জুড়েই সারা দেশে শীত থাকতে পারে। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে শীতের প্রকোপ থাকবে।
তবে রাজধানী ঢাকাসহ দেশের অন্য জায়গায় শীতের প্রকোপ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় এখন শৈত্যপ্রবাহ চলছে।
তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতে কিছু এলাকা থেকে এ শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা নিঝুম রোকেয়া আহমেদ যুগান্তরকে বলেন, ঢাকার তাপমাত্রা কিছুটা উন্নতি হয়েছে। কুয়াশার কারণে এখনও হয়তো বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
শৈতপ্রবাহ ঢাকায় নেই বললেই চলে।
উত্তরাঞ্চলের তাপমাত্রা জানুয়ারি মাসজুড়েই হালাকা ওঠানামা করবে জানিয়ে এ আবহাওয়াবিদ আরও বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে শীতের প্রকোপ থাকবে।
শৈত্যপ্রবাহ বাড়বে আবার কমবে- এভাবেই পুরো মাস যাবে। এ মাস শেষে অবস্থার উন্নতি হবে। এদিকে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রাজধানী ঢাকার জন্য পূর্বাভাস হল- সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বাতাসের সঙ্গে শীতের অনুভূতি বাড়তে পারে।
মধ্যরাতের পর মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। তবে কিছু এলাকায় দিনেও কুয়াশা থাকতে পারে।
প্রসঙ্গত দেশজুড়ে শীতের প্রকোপের মধ্যে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই (রমেক) চিকিৎসাধীন মারা গেছেন অন্তত ১৫ জন।
এ ছাড়া চিকিৎসা নিচ্ছেন দগ্ধ আরও প্রায় অর্ধশত মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।