রাজধানীতে শাহবাগে ইডেন কলেজের ছাত্রীর ছুরিকাঘাতে আলামিন হোসেন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

আলামিন চকবাজার ইসলামবাগ এলাকায় থেকে প্লাস্টিকের ব্যবসায়ী করেন।

এছাড়া তার মিতা নামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ ফুলার রোড উদয়ন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ছুরিসহ ওই তরুণীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশ জানিয়েছেন, তার নাম লাভলী।

তিনি ইডেন কলেজে পড়াশুনো করেন। দীর্ঘ দিন ধরে আলামিন তাকে উত্ত্যক্ত করে আসছিলো।

 


Comments