১। সুগঠিত নিউক্লিয়াস থাকে—

i. DNA ii. RNA

iii. প্রোটিনে

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

চিত্রটি লক্ষ করো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

২। উদ্দীপকের চিত্রটি কিসের?

ক) হৃৎপশি খ) অনৈচ্ছিক পেশি

গ) ঐচ্ছিক পেশি ঘ) মসৃণ পেশি

৩। উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে—

i. অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে

ii. একাধিক নিউক্লিয়াস থাকে

iii. রক্তনালি, পৌস্টিকনালির প্রাচীরে থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

৪। স্ক্লেরেনকাইমা স্টোন সেলগুলো—

i. সমব্যসীয় হয়

ii. অত্যন্ত লম্বা হয়

iii. তারকাকার হয়

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

৫। হ্যাপ্লয়েড জীবের কোথায় মিয়োসিস হয়?

ক) দেহকোষে খ) জননকোষে

গ) জাইগোটে ঘ) ভ্রূণে

৬। ঈস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়?

ক) মাইটোসিস খ) অ্যামাইটোসিস

গ) মিয়োসিস ঘ) সাইটোকাইনেসিস

৭। উদ্ভিদের শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি কোনটিতে?

ক) মূলে খ) অঙ্কুরিত বীজে গ) ফুল ও পাতায় ঘ) কাণ্ড ও শাখায়

৮। অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়?

ক) 56K. Cal খ) 686 K. Cal

গ) 38 ATP ঘ) 688 K. Cal

৯। সবাত শ্বসনে উৎপন্ন অঞচ-এর সংখ্যা কত?

ক) ৩৮ খ) ৬

গ) ১২ ঘ) ১৮

১০। কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?

ক) ৪০০ nm-৬০০ nm এবং ৬৮০ nm

খ) ৩০০ nm-৩৮০ nm এবং ৭৮০ nm

গ) ৪০০ nm-৪৮০ nm এবং ৬৮০ nm

ঘ) ৩০০ nm-৫০০ nm এবং ৭৮০ nm

উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জারিফের দৈহিক ওজন ৪০ কেজি এবং উচ্চতা ১৫০ সে.মি.।

১১। জারিফের ইগও মান কত?

ক) ১৫.৫০ খ) ১৬.৫০

গ) ১৭.০১ ঘ) ১৭.৭৮

১২। জারিফের প্রয়োজন—

i. বেশি আমিষ গ্রহণ ii. ব্যায়াম করা

iii. দৈহিক ওজন বাড়ানো

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

১৩। আমাদের রক্তে LDL-এর পরিমাণ কত?

ক) ৬৫% খ) ৭০%

গ) ৭৫% ঘ) ৮০%

১৪। সাধারণত তিন সপ্তাহের বেশি কাশি থাকে—এটি কোন রোগের লক্ষণ?

ক) যক্ষ্মা খ) হাঁপানি

গ) ব্রংকাইটিস ঘ) ফুসফুসের ক্যান্সার

১৫। শিমজাতীয় উদ্ভিদের মূলে নডিউল হওয়ার কারণ—

i. কমেনসেলিজম ii. অ্যান্টিবায়োসিস

iii. মিউচুয়ালিজম

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) iii

গ) i, iii ঘ) i, ii ও iii

১৬। ফাহিমের বয়স ৭ বছর। ইদানীং তার অস্থিসন্ধিতে বেশ যন্ত্রণা হচ্ছে। ফাহিমের কোন রোগটি হতে পারে?

ক) Arthrities খ) Osteoporosis

গ) Rheumatic fever ঘ) Pneumonia

চিত্রটি দেখে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

১৭। চিত্রটির নাম কী?

ক) ক্লিভেজ খ) ব্লাস্টুলা

গ) অমরা ঘ) ফিটাস

১৮। চিত্রটির বৈশিষ্ট্য হলো—

i. প্রায় ৩৬ ঘণ্টা পর এটি গঠিত হয়

ii. এটি ১৬ কোষবিশিষ্ট একটি গঠন

iii. এর আকার বলের মতো

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

১৯। পাইরিমিডিন বেস নিচের কোন উপাদান দ্বারা গঠিত?

ক) এডিনিন ও গুয়ানিন

খ) এডিনিন ও ইউরাসিল

গ) সাইটোসিন ও থায়াসিন

ঘ) সাইটোসিন ও ইউরাসিন

 

উত্তর

ঘ ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. খ ৭. খ ৮. ক ৯. ক ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. গ।

 


Comments