Life Style
|
Jan 31,2018

আমাদের দেশের আম জনতার পরিধান লুঙ্গি বিদেশে বিক্রি হচ্ছে চড়া দামে।
এক একটি লুঙ্গি প্রায় ৬,২৫০ টাকায় বিক্রি করছে জারা নামের এক অনলাইন বিপণন সংস্থা।
আমাদের দেশের পুরুষদের পছন্দের পোশাক লুঙ্গি। আমাদের দেশে সুতায় বোনা এক একটি লুঙ্গি মেলে ২০০ - ২৫০ টাকায়।
আর সেই লুঙ্গিই কি না বিক্রি হচ্ছে ৬,০০০ টাকারও বেশিতে।
মূলত ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় জারা। নারীদের পোশাক বলে উল্লেখ করে লুঙ্গি বিক্রি করছে তারা।
এক একটি লুঙ্গি তারা বিক্রি করছে ৭০ ব্রিটিশ পাউন্ডে।
টাকার হিসেবে যা প্রায় ৬,২৫০ টাকা।
জারার এই কাণ্ড দেখে অনেকেই রসিকতা করেছেন ফেসবুক ও টুইটারে।