Life Style
|
Feb 03,2018
ভার্চুয়াল দুনিয়ার নেশা-ই শেষ করে দিল ছেলেটির জীবন। টানা ২০ ঘণ্টা নন-স্টপ ভিডিও গেম খেলার জেরে পক্ষাঘাতগ্রস্ত হলেন এক যুবক।
পা-এ কোনও সাড় নেই। আপাতত হাসপাতালে। ঘটনাটি চীনের ঝিংজিয়াং প্রদেশের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক ২৭ জানুয়ারি সন্ধ্যায় একটি ক্যাফেতে ভিডিও গেম খেলতে ঢোকেন। তারপর চেয়ার ছেড়ে আর ওঠেননি।
কোনও রকম বিরতি না নিয়ে পরের দিন দুপুর পর্যন্ত টানা ভিডিও গেম খেলেন।
দুপুরে যখন তিনি টয়লেট যাবেন বলে উঠতে যাচ্ছেন, তখনই দেখেন পা নড়ছে না। মাথা ঘুরছে। চোখ ঘোলাটে। ব্ল্যাক-আউট।
তার এক বন্ধু বলেন, তাকে দেখে মনে হচ্ছিল সম্পূর্ণভাবে পা দুটো হারিয়েছে সে।
এতটাই শোচনীয় অবস্থা যে, অ্যাম্বুল্যান্স ডাকতে বাধ্য হই।
গেমের নেশা এমনই যে হাসপাতালে ভর্তি করার সময়ও বন্ধুকে গেমের বাকিটা শেষ করার নির্দেশ দিয়ে যান ওই ব্যক্তি। সে এখনও চিকিৎসারত।