Life Style
|
Feb 03,2018
গত বুধবার চন্দ্রগ্রহণের সময় তিন মাসের এক শিশুকে বলি দেয়া হয়েছে। বলি দিয়ে কাটা মাথা ঘরের ছাদে রাখা হয়।
ভারতের হায়দরাবাদের চিলুকা নগরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ নিহত শিশুর মাথা উদ্ধার করেছে।
তবে শিশুটির দেহ পাওয়া যায়নি।
খবর জিনিউজের।
খবরে বলা হয়েছে, শুক্রবার ছাদে কাপড় মেলতে গিয়ে এক মহিলা মানুষের একটি মাথা পড়ে থাকতে দেখেন।
এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে। নরবলির ঘটনায় জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার চন্দ্রগ্রহণের সময় শিশুটিকে বলি দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শিশুটির দেহ পাওয়া না যাওয়ায় এই সন্দেহ আরও বেড়েছে।
পুলিশ জানিয়েছে, ধারালো কিছু দিয়ে শিশুটির শিরশ্ছেদ করা হয়েছে।