দাদা ও নাতনীর সম্পর্ক পৃথিবীর অন্যতম মধুর সম্পর্ক। আদর স্নেহ আর ভালবাসার সাথে লেগে থাকে খুনসুটি।

আর সেই দাদাকেই অল্প বয়সে হারিয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা ফেরদাউস রিফা। দাদা ছিলেন নর্থ খুলনা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ ইউসুফ আলী। দাদাকে হারিয়ে সানজিদা ফেরদাউস রিফা লিখেছেন একটি আবেগ ঘন কবিতা।

 

আমার দাদা

সানজিদা ফেরদাউস রিফা

এক যে ছিল আমার দাদা

তার চুল দাড়ি ছিল সাদা

সে ছিল খুব ভালো

সবাই তাকে বাসতো ভালো ।

 

তার ছিল না মন্দ স্বভাব

সবার কাছে সে এক দারুন নবাব

তার ছিল অনেক গুণ

ছিল স্বভাব খুব দারুন।

 

সব সময় যে থাকতো পবিত্র

থাকতো না কখনো অপবিত্র

থাকতো না কোন পাপকাজে হাত

কায়েম করতো পাঁচ ওয়াক্ত সালাত।

 

রান্নায় ছিলাম খুবই কাঁচা

তবু বানিয়ে দিতাম এক কাপ চা

চা খেয়ে সে যেত জামাতে

আল্লাহর সন্তুষ্টি পেতে।

 

হঠাৎ একদিন সে হলো অসুস্থ

ডাক্তার দেখালে হতো সুস্থ

তবু তার মুখে শুধু আল্লাহ

করতো না কারো সাথে পাল্লা।

 

মৃত্যু পর্যন্ত পড়তো নামাজ

চাইতো না দুনিয়ার রাজ

হঠাৎ শুনি সে খবর

দিল মাটিতে কবর।

 

সে যেন সেখানে পায় সুখ

থাকে না যেন কোন দুখ।

 


Comments