বিএনপি’র তরফ থেকে কয়েকদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল যে দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছিলেন, সোহেলকে পুলিশ নিয়ে গেছে। অথচ আজ বৃহস্পতিবার হাবিব-উন-নবী খান সোহেলে নিজেই প্রমাণ করলেন তিনি ‘নিখোঁজ’ হননি, ‘আত্মগোপনে’ ছিলেন।
বিএনপির অভিযোগের জবাবে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছিল, সোহেলকে পুলিশের কোনো ইউনিট গ্রেপ্তার করেনি। তিনি নিজে থেকেই আত্মগোপনে গেছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, আজ বকশিবাজারে বিশেষ আদালতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে দেখা গেছে সোহেলকে।
হাবিব-উন-নবী খান সোহেলকে খালেদা জিয়ার গাড়িবহরে নেতৃত্ব দিতে দেখা গেছে।
খালেদা জিয়ার গাড়িবহর মগবাজার মোড়ে এসে পৌঁছলে সোহেল নেতাকর্মীদেরকে নিয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়ির পাশে অবস্থান নেন।
এ সময় তিনি স্লোগান দিয়ে নেতাকর্মীদের নিয়ে সামনে অগ্রসর হন।