শান্তিতে নোবেল পদক জয়ী তাওয়াক্কুল কারমান বলেছেন, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে।
এসময় তিনি ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের বন্ধের আহ্বান জানান।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে ইস্তাম্বুল থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাওয়াক্কুল কারমান বলেন, ইয়েমেনের বৈধ সরকারের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের ঢাল হিসেবে ব্যবহার করে সৌদি আরব ও আমিরাত।
ক্ষমতার প্রভাব বিস্তার ও কুৎসিত রাজনীতির চর্চা করতে গিয়ে তারা ইয়েমেনিদের বিক্রি করে দিয়েছে। এটা ইয়েমেনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাবুহ মানসুর হাদিকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে।
উল্লেখ্য, তাওয়াক্কুল কারমান একজন সাংবাদিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী।
তিনি 'উইমেন জার্নালিস্ট উইদাউট চেইন' নামের একটি সংগঠনের নেতৃত্ব দেন।
আরব বসন্তে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি।