* চাঁদ থেকে পৃথিবীতে ফেরার পর নিল আর্মস্ট্রংকে যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগের তল্লাশির সম্মুখীন হতে হয়।

* পুরো উনবিংশ শতাব্দীতে মোট যে পরিমাণ ছবি তোলা হয়েছে তার সংখ্যা বর্তমানে প্রতি ২ মিনিটে তোলা মোট ছবির চেয়ে পরিমাণে কম।

* সৌদি আরব অস্ট্রেলিয়া থেকে উট আমদানি করে।

* ১৭ বছর বয়সী এক স্কুলছাত্র স্কুলের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করে। ওই ডিজাইন বিচারকদের তেমন পছন্দ হয় নি। এই ডিজাইনের জন্য তাকে ই- (বি মাইনাস) গ্রেড দেয়া হয়।

* ছায়াপথে যে পরিমাণ তারা আছে, পৃথিবীতে তার চেয়ে বেশি গাছ আছে।

* একেকটি মেঘ খণ্ডের ওজন কয়েক শত টন পর্যন্ত হতে পারে।

* পিরামিড বানাতে বেতনভুক্ত শ্রমিক নিযুক্ত করা হয়। কোনো ক্রীতদাস ব্যবহার করে এসব স্থাপনা নির্মাণ করা হয় নি।

* গরম পানি ঠাণ্ডা পানির চেয়ে তাড়াতাড়ি বরফে পরিণত হয়।

 


Comments