নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষকের থাপ্পড়ে এসএসসি শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ পড়েন।
এ ঘটনার দায়ে চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান বিভাগের শিক্ষক রামানন্দ রায়কে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার সময় কেন্দ্র পরিদর্শক ও উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলামের উপস্থিতে এ ঘটনা ঘটে। প্রহৃত শিক্ষার্থীকে কেন্দ্র পরিদর্শক রফিকুল ইসলাম ও কেন্দ্র সচিব মো.আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা মাথায় পানি ঢেলে সুস্থ করেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার ছিল রসায়নবিষয়ক পরীক্ষা। চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভবনে লিখিত পরীক্ষা চলাকালে খাতা দেখাদেখি করাকে কেন্দ্র করে দায়িত্বরত শিক্ষক রামানন্দ রায় বাঁশগ্রাম-বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মহিবুল্লাহ মোল্যাকে কান ধরে থাপ্পড় মারেন।
এতে ওই শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটে। সঙ্গে সঙ্গে কেন্দ্র পরিদর্শক ও উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আহত শিক্ষার্থীর মাথায় পানি ঢেলে সুস্থ করে তোলেন।
এ প্রসঙ্গে কেন্দ্র সচিব ও চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফুল ইসলাম যুগান্তরকে বলেন, পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষার্থীকে একে-অপরের খাতা দেখে লেখার কারণে দায়িত্বরত শিক্ষক রামানন্দ রায় সামান্যভাবে কান ধরে সতর্ক করেন।
এ ঘটনার দায়ে ওই শিক্ষককে ওই কক্ষ থেকে প্রত্যাহার করে ভিন্ন কক্ষে নেয়া হয়েছে।