জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক স্ব-অর্থায়নে শূণ্য ও সৃষ্ট পদে ৫৭ জন প্রভাষক নিয়োগ দেবে ধানমন্ডি আইডিয়াল কলেজ।
আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা :
প্রভাষক হিসেবে বাংলা- ০১ টি, ইংরেজি- ০২টি, পদার্থ- ০৩টি, রসায়ন- ০৪টি, জীববিজ্ঞান- ০২ টি, উৎপাদন ব্যয় ও বিপণন (মার্কেটিং)-শূন্য- ২টি ও সৃষ্ট- ০৫টি, সমাজকর্ম সৃষ্ট- ০৫টি, রাষ্ট্রবিজ্ঞান- শূন্য- ০২টি ও সৃষ্ট- ০৫টি, মনোবিজ্ঞান-শূন্য- ০১টি,
ভূগোল-শূন্য-০২টি, অর্থনীতি-শূন্য- ১টি ও সৃষ্ট- ০৫টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-শূন্য- ২টি এবং শারীরিক শিক্ষা শূণ্য- ১টি।
অন্যান্য পদের মধ্যে-পিয়ন- ০১টি, গার্ড- ০১টি, কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন অফিস সহকারী- ০১টি,
সহকারী লাইব্রেরিয়ান- ০১ টি, ইলেক্ট্রিশিয়ান-০১টি, ড্রাইভার- ০১ টি স্টোর ইনচার্জ- ০১ টি।
আবেদনের নিয়ম :
প্রভাষক পদের জন্য আবেদনকারীকে অফেরতযোগ্য পাঁচশত টাকার এবং অন্যান্য পদের জন্য তিনশত টাকার ব্যাংক ড্রাফট অধ্যক্ষ, আইডিয়াল কলেজ, ধানমন্ডি বরাবর আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা :
আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : পরিবর্তন