এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের নাম রেদোয়ান আহমেদ (২৪) ও বেলাল হোসাইন (২৩)।

এদের একজন বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবম, অন্যজন দশম সেমিস্টারের ছাত্র। এরা সংঘবদ্ধ চক্র ‘সেমিস্ট্রি’ গ্রুপের সদস্য বলে জানা যায়।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলানগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) ফিরোজ কাউসার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে ইন্দিরা রোড এলাকায় ঢাকা ওরিয়েন্টাল কলেজের সামনে থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। এরা দুজন দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত বলে তথ্য রয়েছে।

এর আগেও বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে তারা। তাদের গতকাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মামলা করেছে র‌্যাব।

সেই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত তাদের ঘনিষ্ঠ কয়েকজনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা ফিরোজ কাউসার।

র‌্যাব কর্মকর্তা ফিরোজ কাউসার বলেন, দুজন চলতি বছরেই ‘সেমিস্ট্রি’ নামে একটি গ্রুপের সঙ্গে যুক্ত হয়। সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন বিক্রি করে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করত তারা।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসচক্র ‘মিসাইল’ গ্রুপের সদস্য সাব্বির আহমেদকে (১৯) গ্রেপ্তার করে র‌্যাব।

ফিরোজ কাউসার বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতেই রেদোয়ান, বেলাল ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। সাব্বির ধামরাই সরকারি কলেজের কলা অনুষদের প্রথম বর্ষের ছাত্র।

 


Comments